নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, ৩ গার্মেন্টস শ্রমিক দগ্ধ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে ৩ গার্মেন্টস শ্রমিক দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

দগ্ধদের উদ্ধার করে সন্ধ্যা ৭টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে আনা হয়। দগ্ধরা হলেন- মামুন (২৭), জীবন (২০) এবং পারভেজ (২৮)।

এ বিষয়ে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন বলেন, নারায়ণগঞ্জ থেকে ৩ জন দগ্ধ হয়ে জরুরি বিভাগে এসেছে।

তাদের মধ্যে মামুনের শরীরের ১০০ শতাংশ, জীবনের শরীরের ৬০ শতাংশ এবং পারভেজের শরীরের ১০০ শতাংশ দগ্ধ হয়েছে। ৩ জনের অবস্থাই আশঙ্কাজনক।

দগ্ধদের সহকর্মী মো. রিয়াজ বলেন, আমরা সবাই অনন্ত গার্মেন্টসে চাকরি করি। আমার বাসা আর দগ্ধদের বাসা পাশাপাশি। আমি গার্মেন্টসে ডিউটিতে ছিলাম।

পরে খবর পেলাম তারা আগুনে দগ্ধ হয়েছেন। সেখান থেকে তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*