
চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানা এলাকায় স্বামীর মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে লরিচাপায় সাদিয়া আফরোজ অনিকা নামে এক কলেজছাত্রী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে থানার ডিটি রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত সাদিয়া নগরের আকবরশাহ থানার উত্তর কাট্টলি এলাকার বাসিন্দা আরমান শাকিলের স্ত্রী।
v
তিনি আগ্রাবাদের সরকারি কমার্স কলেজের মাস্টার্সের শিক্ষার্থী ছিলেনবিষয়টি নিশ্চিত করে ডবলমুরিং থানার এসআই আওলাদ ইবনে জামিল বলেন, স্বামীর মোটরসাইকেলের পেছনে বসে কোচিং শেষে শ্বশুরবাড়ি ফিরছিলেন কলেজছাত্রী সাদিয়া।
v
ডিটি রোড এলাকায় একটি গর্তে পড়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান। পরে পেছন থেকে একটি লরি তাকে চাপা দিলে তিনি নিহত হন।
Leave a Reply